মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে মনু নদী পারাপারের সময় নৌকা থেকে পড়ে মছব্বির আহমেদ (৩৫) নামক এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি শহরের সোনাপুর বড়বাড়ি এলাকার ফিরোজ মিয়ার ছেলে এবং মৌলভীবাজার সরকারি কলেজ গেইটের ব্যবসায়ী মোস্তাক আহমদ আলালের ছোটভাই।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১১ টায় সদর উপজেলার মনুনদীর পালপুর খেঁয়াঘাটে নৌকা পারাপারের সময় মছব্বির নৌকা থেকে পানিতে পড়ে যায়। খবর পাওয়ার পর থেকে মনূনদী ও কুশিয়ারা নদীতে তার পরিবার লোক ,আত্বীয় স্বজন ও বন্ধুবান্ধব নৌকা নিয়ে খোঁজাখুঁজি করছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মাহবুবুর রহমান প্রতিদিনের সংবাদকে জানান, এখন পর্যন্ত নিখোঁজ মছব্বির আহমেদ এর কোনো খোঁজ পাওয়া যায়নি।