কুয়েত প্রতিনিধি :বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে বর্বরোচিত ভাবে হত্যাকান্ডের প্রতিবাদ এবং খুনিদের বিচারের দাবিতে ৮আগষ্ট শুক্রবার রাতে কুয়েতে এক প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েত।
সংগঠনের সভাপতি নাসির উদ্দীন খোকন এর সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন ও আলাল আহমেদ এর যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত’র সভাপতি ও সময় টিভির প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন। বিশেষ অতিথি হিসেবে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি আ হ জুবেদ, সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি এশিয়ান টিভির প্রতিনিধি রবিউল ইসলাম খাঁ, প্রেসক্লাব এর যুগ্ম সম্পাদক যমুনা টিভির প্রতিনিধি মোঃ হেবজু, সাংগঠনিক সম্পাদক একাত্তর টিভির প্রতিনিধি সাদেক রিপন, আন্তর্জাতিক সম্পাদক ও এসএ টিভির প্রতিনিধি মোঃ সেলিম হাওলাদার,ফালগুনী টিভির কুয়েত প্রতিনিধি লুৎফুর রহমান, এবাদুর রহমান সহ বিভিন্ন মিডিয়ার কুয়েত প্রতিনিধিরা।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন একজন নির্ভীক ও সৎ সংবাদকর্মী।সম্প্রতি পেশাগত দায়িত্ব পালনকালে তাকে বর্বরোচিত ভাবে রক্তাক্ত করে হত্যা করা হয়। বর্তমান সময়ে এমন হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।অবিলম্বে যত সাংবাদিক তাদের পেশাগত দায়িত্ব পালনকালে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সে সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে এবং সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত শাস্তির ব্যাবস্থা করতে হবে।প্রতিবাদ সভা শেষে নিহত সাংবাদিক তুহিনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং তার আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।