নিউজ ডেস্ক :কুলাউড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুলাউড়ার উপজেলা শাখার নেতৃবৃন্দ।মঙ্গলবার (১২ আগস্ট) কুলাউড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে ওই সৌজন্য সাক্ষাত করেন তারা। এসময় কুশলাদি বিনিময় শেষে কুলাউড়াকে বৈষম্য ও দূর্নীতিমুক্ত একটি মডেল থানা হিসেবে গড়ে তুলতে উপজেলা জমিয়ত নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করেন কুলাউড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক। কুলাউড়া জমিয়ত নেতৃবৃন্দও প্রশাসনিক প্রতিটি ভালো কাজে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা দক্ষিণ জমিয়তের সভাপতি মাওলানা শেখ আব্দুল জব্বার, উপজেলা জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জমিয়তের যুগ্ম সদস্য সচিব মুফতি আশরাফুল হক, সহ সভাপতি মুফতি সাইফুর রহমান, নোমান রশীদ হানাফি, সাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহদী হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, উপজেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফেজ আক্তারুজ্জামান, প্রচার সম্পাদক সাকিব আহমদ প্রমুখ।