স্টাফ রিপোর্টার
মৌলভীবাজারে মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎ লাইনে আকস্মিক আগুন লেগে যায়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সন্ধ্যা আনুমানিক ৭ টায় এই ঘটনা। খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের একটি দল এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।পরে বিদ্যুৎ লাইন মেরামত করে রাত আনুমানিক ৩ টায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রায়হান বলেন, আমরা আনুমানিক ৭ টায় খবর পেয়ে সরঞ্জামাদি নিয়ে ঘটনাস্থলে যাই।প্রায় ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে আগুন লাগার পরপরই শহরের কোর্ট এলাকা, সার্কিট হাউজ, আরামবাগ, প্রেসক্লাব এলাকাসহ বিভিন্ন এলাকায় কয়েকশো গ্রাহকের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
কিন্তু মধ্যরাত সাড়ে ২ টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়নি। প্রচন্ড গরমের মধ্যে গ্রাহকেরা চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে শিশু ও বয়স্ক এবং অসুস্থ রোগীদের ভোগান্তি চরম আকার ধারণ করে।
সংশ্লিষ্ট এলাকার গ্রাহকেরা অভিযোগ করেন, মৌলভীবাজার শহরে এভাবে বিদ্যুৎ লাইনে সামান্য ত্রুটি দেখা দিলে সরবরাহ বন্ধ করে রাখে পিডিবি কর্তৃপক্ষ। কিন্ত দীর্ঘ সময় পরও লাইন চালু করা হয় না।
পিডিবি মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী বিকয় ও বিতরণ ইইঞ্জিনিয়ার হোসাইন মোহাম্মদ সাব্বির এ বিষয়ে জানান, বিদ্যুৎ লাইনে আগুন লাগার পর আমরা পুরো বিদ্যুৎ লাইনের তার বিচ্ছিন্ন করে দেই।এখন আমার লোকজন ঘটনাস্থলে কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত