আবদুল আহাদ, কুলাউড়া
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর হাফিজিয়া মাদ্রাসার মেধাবী ছাত্র মোহাম্মদ নাজিম খান এক বসাতেই ৩০ পারা কোরআন তেলাওয়াত করে বিরল কৃতিত্বের স্বাক্ষর গড়েছেন। এ অর্জনকে মাদ্রাসার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
মোহাম্মদ নাজিম খান দূর্গাপুর গ্রামের ময়না খানের পুত্র। তিনি ২০২৪ সালে দিলদারপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে পবিত্র কোরআনুল কারীম হিফজ সম্পন্ন করেন।
এছাড়াও মোহাম্মদ নাজিম খান ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের বার্ষিক পরীক্ষা ও প্রতিযোগিতায় ইবতেদায়ী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই তিন বিভাগেই প্রথম স্থান ও বৃত্তি অর্জন করেন। একই বছর সুলতানুল হুফফাজ বোর্ড, বরইকান্দি, সিলেট-এর তাকমিল পরীক্ষায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে সম্মানজনক পাগড়ি ও সনদ লাভ করেন।
মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা সোহেল আমিন মোহাম্মদ রোমান বলেন, নাজিম খানের এ সাফল্য শুধু আমাদের মাদ্রাসার জন্য নয়, পুরো এলাকার জন্য গর্বের বিষয়। আমরা দোয়া করি, আল্লাহ তা'য়ালা তাঁকে কোরআনের প্রকৃত আমলকারী বানিয়ে দ্বীনের বড় খেদমতকার হিসেবে কবুল করেন।
১৩ আগস্ট'২৫ ইং
মোবা: ০১৭২০-৫৫৪৭৩৮
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত