কুলাউড়া প্রতিনিধি :মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হাজীপুর ইউনিয়নের নাহিদুল ইসলাম শোয়েবকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে কুলাউড়া থানা পুলিশ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের বাসিন্দা নাহিদুল ইসলাম সোয়েবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে হাজীপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে সোয়েবকে তার বাড়ি থেকেই গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার মামলা রয়েছে।