নিউজ ডেস্ক :ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি (ডুয়েট)-এ চান্স পেয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের রাউৎগাঁও উত্তর গ্রামের আব্দুর রাজ্জাক।বুধবার (১৩ আগস্ট) রাত ১২টার পর ডুয়েটের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে আব্দুর রাজ্জাক কম্পিউটার সাইন্সে ভর্তির সুযোগ পেয়েছে।
এক প্রতিক্রিয়ায় রাজ্জাক জানায়, “ডুয়েটে ভর্তির চান্স পেয়ে অনেক ভালো লাগছে। এই ফলাফল অর্জনের পেছনে সবচেয়ে বেশি অবদান আমার মা-বাবার। তাছাড়া ভাই-বোন, বন্ধু-বান্ধবও প্রেরণা যুগিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”
আব্দুর রাজ্জাকের প্রাথমিক শিক্ষা শুরু হয় বরমচালের উত্তরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। প্রাথমিকের সমাপনী পরীক্ষায় রাজ্জাক জিপিএ-৪.৫৮ পায়। তারপর ভাটেরা স্কুল এন্ড কলেজ থেকে ২০২০ সালে এসএসসিতে (ভোকেশনাল) জিপিএ-৫ পায়। পরবর্তীতে ২০২৫ সালে সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলোজি সিজিপিএ ৩.৫৯ পায়। রাজ্জাক এসএসসি ভোকেশনালে মৌলভীবাজার জেলা পর্যায়ে সম্মিলিতভাবে ২য় এবং কুলাউড়া উপজেলা পর্যায়ে ১ম স্থান লাভ করে।দেশের সকল পলিটেকনিকের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলোজি থেকে ৭৭৪ জন পরিক্ষার্থী থেকে ১২০ উত্তীর্ণ হয় তার মধ্যে সে একজন।
রাজ্জাকের মা নাছিমা খানম পেশায় একজন গৃহিনী এবং বাবা সৌদিআবর প্রবাসী। ৩ ভাই, ২ বোনের মধ্যে সে ৪র্থ। বড় বোন এমসি কলেজ থেকে রসায়ন বিভাগে স্নাতকোত্তর শেষ করেছে।২য় বোন সিলেট ওমেন্স মেডিক্যাল কলেজে ইন্টানিশিপে অধ্যয়নরত।৩য় ভাই সিলেট শাহজালাল বিঙ্গান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইন্জিনিয়ারিংয়ে ৩য় বর্ষে অধ্যয়নরত এবং ৪র্থ ভাই কোরআনে হিফজ শেষ করে কামিল মাদ্রাসায় লেখাপড়া করছে । রাজ্জাকের ইচ্ছা ভবিষ্যতে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। এজন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছন।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত