কুলাউড়া প্রতিনিধি :
কুলাউড়া রেলওয়ে স্টেশনে শৌচাগারের চাবি চাওয়া এবং ট্রেনের সময়সূচি জানতে আসা যাত্রীদের সাথে ননজিরবিহীন অসৌজন্যমূলক আচরণ করলেন এক রেলওয়ে কর্মচারী। শনিবার দুপুর আনুমানিক বারোটায় কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এই ঘটনা। অভিযুক্ত ব্যক্তির নাম মো. কামাল হোসেন। তিনি কুলাউড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার (এ এস এম)। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ওই আচরণের ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায় তিনি টেলিফোনের রিসিভার ছুড়ে মারছেন। যাত্রীদের দিকে তেড়ে আসছেন। এমনকি ট্রেন বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন।
কুলাউড়া শহরের সোনাপুর এলাকার বাসিন্দা ছাত্রনেতা আতিকুল ইসলাম আতিক বলেন সহকারী স্টেশন মাস্টার কামাল হোসেন মুলত: স্বৈরাচারী শাসক আওয়ামী লীগের দোসর। সে প্রায়ই যাত্রীদের সাথে এধরণের আচরণ করে থাকে। তিনি অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।
প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম বলেন আমরা সেখানে উপস্থিত ছিলাম। কামাল সাহেবের এমন আচরণ আমাদের হতভম্ব করেছে। তখন মনে হচ্ছিলো রেলওয়ে স্টেশন ও ট্রেনগুলো তার ব্যক্তিগত সম্পদ।
কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই বলেন,আমরা ট্রেনের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন করছি। সে আমাদেরকে চরম হুমকি দিয়েছে।
কুলাউড়া রেলওয়ে স্টেশনের মাস্টার রোমান আহমেদ বলেন, আমি ভিডিও দেখেছি। বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত