এ জে লাভলু, বড়লেখা::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বড়লেখা পৌর এলাকার পানিধার আব্দুর রহমান কনভেনশন হলে সম্মেলনের আয়োজন করা হয়।
এতে কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হলেও কোনো পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত পুরনো নেতৃত্বের ওপরই আস্থা রেখেছেন নেতাকর্মীরা। এর আগে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আব্দুল হাফিজ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ নির্বাচিত হন।
শনিবার সন্ধ্যায় সাড়ে ছয়টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ।
ফলাফল অনুযায়ী, সিনিয়র সহসভাপতি পদে নছিব আলী ৪৩১ ভোটে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম শরীফুল ইসলাম বাবলু পেয়েছেন ২৫৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমান খসরু ৩৫০ ভোটে জয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদির পলাশ পেয়েছেন ৩৩৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক আব্দুস সহিদ খান ৫৩৮ ভোটে নির্বাচিত হয়েছেন; অপর প্রতিদ্বন্দ্বী জালাল আহমদ তালাল পেয়েছেন ১৪৪ ভোট। নির্বাচনে ৭১৫ ভোটারের মধ্যে ৭০০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে দুপুরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অতিথিরা জাতীয় সংগীত পরিবেশন, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। সকালে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। সম্মেলনস্থল ও সড়ক বিভিন্ন স্থানে দলীয় পোস্টার, ব্যানার ও তোরণে সজ্জিত করা হয়। দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন সঞ্চালনা করেন। প্রধান বক্তা ছিলেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য নাসের উদ্দিন মিঠু, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ ও উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, আব্দুল ওয়ালী সিদ্দিকী, বকসী মিছবাউর রহমান, ফখরুল ইসলাম, মতিন বক্স, মুহিতুর রহমান হেলাল ও মাহমুদুর রহমান প্রমুখ।
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০২০ সালে বড়লেখা উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। ওই সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুল হাফিজ সভাপতি ও মুজিবুর রহমান খসরু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। চলতি বছরের জানুয়ারিতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয় এবং এরপর থেকে দলীয় কার্যক্রম আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হয়েছে। ২৮ জুলাই বর্ধিত সভায় ১৬ আগস্ট সম্মেলন ও কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়। কাউন্সিল উপলক্ষে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ৭১৫ জন কাউন্সিলরের তালিকা প্রস্তুত করা হয়। ৮ আগস্ট যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করে বিএনপির সংশ্লিষ্ট নির্বাচন কমিশন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আব্দুল হাফিজ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ নির্বাচিত হন।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত