বড়লেখা প্রতিনিধি
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি জনগণ কে ভয় পায় না। জনগণ কে নিয়ে চলার দল বিএনপি। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করে।
শনিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন মহান স্বাধীনতা যুদ্ধ ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের শহীদদের স্মরণ করে বলেন, আমরা ইলিয়াস আলী, দিনার, জুনেদসহ হাজার হাজার ভাইকে হারিয়েছি। অনেকেই গুম হয়েছেন, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের পুনর্বাসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেনডা: জাহিদ হোসেন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে দাবি করে বলেন, মুরাদনগরে যখন তিনজন মারা গেল। তখন পত্রিকায় কেউ কেউ লিখে দিলেন, সরকারের পক্ষের এবং বিপক্ষের। ওই তথাকথিত ইসলামিক দলের নেতৃবৃন্দ বলার চেষ্টা করলেন বিএনপি জড়িত। তদন্তে দেখা গেল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জড়িত। চাঁদপুরে ইমামকে সাহেবকে কুপানো হল। সেটা চাপিয়ে দেওয়া হল বিএনপির ওপর। তদন্তে দেখা গেল এটা বিএনপির আশেপাশের কেউ না।
এর আগে সকাল ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
তিনি বলেন, ১৫ আগষ্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন ছিল। তার সুস্থতার জন্য যারা দোয়া, রোজা, সাদকা, ওমরাহ ও তাওয়াফ করেছেন তাদের প্রতি আমরা দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উপজেলা বিএনপির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌরমেয়র মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য ও মৌলভীবাজার-১ আসনের বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী নাসির উদ্দিন মিঠু, একই আসন থেকে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, বিনা-প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশন দুপুর দুইটা থেকে সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ বিকেলে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে মোট ৭১৫ জন কাউন্সিলর ভোট প্রয়োগ করেন৷ ভোট গননা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশন৷ সাধারণ সম্পাদক পদে ৩৫০ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপি নেতা মুজিবুর রহমান খসরু, তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আব্দুল কাদির পলাশ পান ৩৩৫ ভোট। বাতিল ভোট ১৫ টি৷ সিনিয়র সহ সভাপতি পদে নছিব আলী ৪৩১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন এস এম শরিফুল ইসলাম বাবলু। তার প্রাপ্ত ভোট ২৫৬। বাতিল ভোট ১৩ টি ও সাংগঠনিক সস্পাদক পদে অধ্যাপক শহীদ খান ৫৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জালাল আহমেদ তালাল ভোট পান ১৪৪ ভোট৷ বাতিল ভোট ১৩ টি৷ এসময় উপস্থিত ছিলেন - বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ,জেলা বিএনপি আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন ৷
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত