নিউজ ডেস্ক :বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির ১৩ নম্বর সদস্য হিসেবে স্থান পেয়েছেন সিলেট বিভাগ বিএনপির উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউস। উক্ত কমিটিতে অন্যান্য সকলেই বিভিন্ন সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সম্পাদক ছিলেন। অনেকে আবার বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের পরিবার থেকে কেন্দ্রীয় নেতৃত্বে এসেছেন। ব্যতিক্রম জি কে গউস যিনি জেলা পর্যায়ে নেতৃত্ব দিয়ে নিজ যোগ্যতায় এখন কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আছেন আহবায়ক নজরুল ইসলাম খান,সদস্য সচিব রুহুল কবির রিজভী, সদস্য ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, হাবিবুন্নবী সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এডভোকেট আব্দুস সালাম, সায়েদুল আলম বাবুল, মাহবুবেত রহমান শামীম, শাহীন শওকত, অনিন্দ্য ইসলাম অমিত, আসাদুল হাবিব দুলু, অধ্যক্ষ সেলিম ভুইয়া,শরীফুল আলম ও শ্যামা ওবায়েদ।