সদর প্রতিনিধি
মৌলভীবাজার জেলার অন্যতম বৃহৎ আমন ধানের উৎপাদন কেন্দ্র কাউয়াদিঘী হাওর তলিয়ে যাচ্ছে। হাওরে সদ্য রোপণ করা হাজার হাজার একর আমন ধান এখন পানির নীচে। সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতার।এমনি পরিস্থিতিতে কাসিমপুর পাম্প হাউজের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পানি নিস্কাশনের দাবি উঠেছে।অনেক এলাকায় হাওরের পানি নিষ্কাশনের দাবিতে সভা সমাবেশ মানববন্ধন করছেন স্থানীয় কৃষকেরা।
কাশিমপুর পাম্প হাউজের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে হাওরের পানি নিস্কাশনের দাবিতে পাম্প হাউজের সামনে শনিবার (১৬ আগষ্ট) দুপুরে মানববন্ধন করেছে কয়েক ইউনিয়নের কৃষক। বিষেশ করে ৫নং আখাইলকুড়া ইউনিয়ন, ৬নং একাটুনা ইউনিয়ন, ১নং ফতেপুর ইউনিয়ন, ৮নং মনসুর নগর ইউনিয়ন-এর কৃষক ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন ।
বিশিষ্ট মুরব্বি ফজলুর রহমান এর সভাপতিত্বে ও বাবার জয়গীদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- কেনান আহমেদ (পাড়াশিমইল), খছরু মিয়া (রায়পুর), রনি আহমদ মিজু (কান্দি গাঁও), কামাল আহমদ (বানেশ্রী), সাহেদ মিয়া (জুমাপুর), তৌফিক মিয়া (একাটুনা), মির্জা বেগ (উলুয়াইল), মোতালিব ( রায়পুর), সফি আহমদ (আমুয়া), ফেরদৌস (মীরপুর), জাবেদ আহমদ (মীরপুর), ইয়াবর চৌধুরী (খারগাঁও)সহ বিভিন্ন ইউনিয়ন এর কৃষকসহ স্থানীয় জনতা।
এব্যাপারে জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ পরিচালক (ডিডি) মো. জালাল উদ্দিন মৌলভীবাজার নিউজ কে বলেন, হাওরে পানি বাড়ছিলো এখন স্তিত অবস্থায় আছে।আমি পানি উন্নয়ন বোর্ডের লোকজনের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন পাম্প হাউস ২৪ ঘন্টা চালু রেখেছেন।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত