কুলাউড়া প্রতিনিধি :কুলাউড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ শ ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জনকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১৯ আগস্ট) কুলাউড়া উপজেলার ১১নং শরিফপুর ইউনিয়নের মানগাঁও ব্রীজ সংলগ্ন দক্ষিণপাশে এই অভিযান চালানো হয়। ধৃতরা হলেন নজরুল ইসলাম(২৫), পিতা-ওয়াদবক্স,সাং-মানগাঁও,১১ন শরিফপুর, কুলাউড়া এবং মারুফ হাসান (২৩) পিতা-আব্দুল লতিফ, ৭নং টেংরা বাজার ইউপি, থানা-রাজনগর।
ডিবি পুলিশের সুত্র জানায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি)সুদীপ্ত শেখর ভট্টাচার্যের দিক নির্দেশনা ১৯ আগষ্ট এসআই হীরক চক্রবর্তী নেতৃত্বে ও এএসআই সুমন আহমদ এবং সঙ্গীয় ফোর্স কাজল রাজবংশী, জহিরুল ইসলাম, মনিরুল ইসলাম, নাজমুল ইসলাম, ও শিবা রানী দাস অংশ গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত