স্টাফ রিপোর্টার :মৌলভীবাজার শহরে মোটরসাইকেল চালাতে গিয়ে অমিত দত্ত(১৫) নামক।এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে শহরের এম সাইফুর রহমান রোডে এই দুর্ঘটনা ঘটে। অমিত দত্ত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। সে শহরের পুরাতন হাসপাতাল সড়কের বাসিন্দা অসিত দত্ত এর ছেলে। তাদের গ্রামের বাড়িসদর উপজেলার আমতৈল ইউনিয়নে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার ভোর আনুমানিক সাড়ে ৬ টায় শহরের সেন্টাল রোডে( বর্তমান এম সাইফুর রহমান রোডে) অমিত দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত