হাজীপুর প্রতিনিধি :হাজীপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে ব্যাপক অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও বানিজ্যের অভিযোগ উঠেছে। ইউনিয়ন বিএনপির ৯ টি ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মতামত নিয়েও শেষ পর্যন্ত সভাপতি ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হেলাল এবং সাংগঠনিক সম্পাদক আহরারুজ্জান আকরার সভাপতির দোকানে বসে নিজেদের পছন্দের লোকজন নিয়ে কমিটি গঠন করে উপজেলা বিএনপির আহবায়ক বরাবর জমা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এখানে কারো মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। বিশেষ করে নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছ থেকে বড় অংকের অর্থ পেয়ে তারা একতরফা কমিটি করেছেন বলে অভিযোগ সাধারণ নেতাকর্মীদের। ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের নেতৃবৃন্দ ইতিমধ্যে জমা দেওয়া কমিটি ঘোষণা না করে সকলের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করার লিখিত দাবি জানিয়েছেন।
অভিযোগ পত্রে স্বাক্ষর করেছেন ৯ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এছাড়া মঙ্গলবার হাজীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপির আহবায়কের সাথে দেখা করে তাদের অভিযোগ জানিয়েছেন।
এব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান বলেন হাজীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক এ বিষয়ে আমার কাছে এসেছেন। কী করা যায় আমরা দেখছি।