নিউজ ডেস্ক :রাজনগরে বাংলাদেশ খেলাফত মজলিস এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় সংগঠনের স্থানীয় কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি রুহুল আমীনের পরিচালনায় উক্ত মতবিনিময় সভা ও নব নির্বাচিত উপজেলা দায়িত্বশীলদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, ও জেলা সহ-সাধারণ সম্পাদক এবং মৌলভীবাজার ৩ আসনে রিক্সা প্রতীক এ বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা লুৎফুর রহমান কামালি, ও জেলা অফিস সম্পাদক মৌলবী আব্দুল ওয়াজিদ।
উক্ত সভায় বাংলাদেশ খেলাফত মজলিস রাজনগর উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির দায়িত্ব শীল সদস্য দের সাথে পরিচিতি ও মতবিনিময় করেন মৌলভীবাজার-৩ (সদর রাজনগর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিক্সা মার্কার প্রার্থী মাওলানা লুৎফর রহমান কামালী।
সভায় রাজনগর উপজেলার প্রতিটি ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিস এর কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে ব্যাপক সাংঘঠানিক পরিকল্পনা গ্রহণ করা হয়, এবং আসন্ন সংসদ নির্বাচনে আমীরে মজলিসের মনোনীত রিক্সা প্রতিক এর প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচারণার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয় মতবিনিময় সবায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মওছুফ আহমদ সহসভাপতি মাওলানা আব্দুশ শাকুর সহ নতুন কমিটির নেতৃবৃন্দ প্রমুখ।