নিউজ ডেস্ক :ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়েছে কুলাউড়ায়। বিএনপির ১৩ টি ইউনিয়নের কমিটি অনুমোদনের পর চলছে লাগাতার বিক্ষোভ প্রতিবাদ। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ অনেক ত্যাগী নেতাকর্মীদের স্থান হয়নি এসব কমিটিতে । বিগত দিনে আন্দোলন সংগ্রামে কোনো অবদান নেই তারপরও অর্থের বিনিময়ে অনেকে স্থান পেয়েছেন । শনিবার একযোগে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে শরীফপুর, হাজীপুর, পৃথিমপাশা ও ব্রাহ্মণবাজার ইউনিয়নে।এসব কর্মসূচিতে শত শত ত্যাগী নেতাকর্মী অংশ নেন।
শনিবার রাতে হাজীপুর ইউনিয়নের কটারকোনা বাজারে আয়োজিত প্রতিবাদ সভায় বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ ২০১৮ সালে কারানির্যাতিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নেতাকর্মীদের অভিযোগ নির্বাচিত নেতৃবৃন্দ টাকার বিনিময়ে আওয়ামী লীগের পদবীধারী নেতাদেরো সুযোগ করে দিয়েছেন। কিন্তু ত্যাগী নেতাদের মূল্যায়ন করেননি। পরে একটি ঝাড়ু মিছিল বাজার প্রদক্ষিণ করে।
এদিকে শনিবার রাতে পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবাব আলী তকী খানের নেতৃত্বে রবিরবাজারে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি যুবদল ছাত্রদলের ত্যাগী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়া শনিবার সন্ধ্যার পর শরীপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক কনা মাস্টারের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন।তারা অনতিবিলম্বে কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।
শনিবার সনশ্যার পর ব্রাহ্মণবাজার ইউনিয়নে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত