হাজীপুর প্রতিনিধি :কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে ফের গরু চুরির ঘটনা ঘটেছে। মাত্র ৫ দিনের ব্যবধানে শনিবার গভীর রাতে ইউনিয়নের রজনপুর গ্রামে হানা দিয়ে চোরেরা ৩ টি গরু নিয়ে যায়। এ নিয়ে এক সপ্তাহে ৭ টি গরু চুরির ঘটনা ঘটে। কিন্তু স্থানীয় প্রশাসন এ ব্যাপারে অনেকটা নির্লিপ্ত বলে অভিযোগ পাওয়া গেছে।
হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামের ফয়জুর রহমান জানান,শনিবার গভীর রাতে রজনপুর গ্রামের আব্দুল মছব্বিরের বাড়িতে হানা দিয়ে চোরেরা ৩ টি গরু নিয়ে যায়। এর মাধ্য একটা দুধের গাভী এবং দুইটি ডেকা গরু। এগুলোর বাজার মুল্য আনুমানিক ৩ লক্ষ টাকা হবে বলে গরুর মালিক জানান।
এর আগে হাজীপুর ইউনিয়নের পাবই গ্রাম থেকে গত ২৬ আগস্ট মঙ্গলবার রাতে ৪ টি গরু চুরি হয়।
এভাবে একের পর এক গরু চুরির ঘটনায় পুরো ইউনিয়নের বিভিন্ন এলাকায় গরু চুরির আতংক ছড়িয়ে পড়ছে।
এ ব্যাপারে জানতে চাইলে রোববার সকাল ১১ টায় হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমেদ চৌধুরী বুলবুল জানান, আমি গত বৃহস্পতিবার আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে এ বিষয়ে কথা বলেছি।পাশাপাশি গরুর মালিকদের জিডি করার পরামর্শ দিয়েছি।