হাজীপুর প্রতিনিধি
কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে দফায় দফায় গরু চুরির ঘটনায় জোর তৎপরতা শুরু করেছে কুলাউড়া থানা পুলিশ। মৌলভীবাজার নিউজে সংবাদ প্রকাশের পর রবিবার রাতে ঘটনাস্থল ইউনিয়নের পাবই রেলগেইট বাজারে অনুষ্ঠিত হয় বিট পুলিশিং সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক গরু চোরদের হুশিয়ারি দিয়ে বলেন হাজীপুর ইউনিয়ন সহ কুলাউড়া উপজেলায় গরু চুরি বন্ধে শিগগির কঠোর ব্যবস্থা নেওয়া হবে।পাশাপাশি অন্যান্য অপরাধীদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমেদ চৌধুরী বুলবুল এর সভাপতিত্বে এবং প্রবাসী রফিক আহমেদ সামাদ এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মনিরুজ্জান হেলাল মেম্বার, এডভোকেট আব্দুল মতলিব, পরিবার পরিকল্পনা পরিদর্শক সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা এসব গরু চুরির ঘটনায় স্থানীয় একটি মহল জড়িত আছে অভিযোগ করে এদের খুজে বের করার দাবি জানান।
সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমেদ চৌধুরী বুলবুল এবং মেম্বার মনিরুজ্জামান হেলাল গরু চুরির সংবাদ প্রকাশ করার হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু সহ সাংবাদিকদের বিরুদ্ধে বিষদগার করেন। স্থানীয়রা অভিযোগ করেন মেম্বার - চেয়ারম্যান এমন বক্তব্য রাখেন যেনো গরুর মালিক আর সাংবাদিকরা অপরাধ করেছে।
উল্লেখ্য শনিবার গভীর রাতে হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামের আব্দুল মছব্বির এবং ২৬ আগস্ট পাবই গ্রামে ডাক্তার মুজিবুর রহমান এর বাড়ি থেকে দুই দিনে ৫ দিনের ব্যবদানে ৮ টি গরু চুরি হয়।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত