উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার (৩১ আগস্ট) প্রথমে সকাল ১১টায় উপজেলার টিলাগাঁও ইউনিয়নের সালন এলাকায় জব্দ করা ১ কোটি ৬২ লক্ষ ১৩ হাজার ৬৮০ ঘনফুট বালু নিলাম করা হয়। ওই বালুর সরকারি মূল্য ধরা হয় ৭ কোটি ২৯ লক্ষ ৬১ হাজার ৫৬০ টাকা। প্রকাশ্য নিলামে ওই বালু সর্বোচ্চ ৮ কোটি ১২ লক্ষ টাকা দিয়ে নিলামে নেন কুলাউড়ার পৃথিমপাশার দীপক দে। দ্বিতীয় নিলামকারী হন সুনামগঞ্জের সৌরভ রায়। দুপুর সাড়ে ১২টায় হাজীপুর ইউনিয়নের কনিমুড়া এলাকায় জব্দ করা ৭৯ হাজার ৫০ ঘনফুট বালুর নিলাম করা হয়। ওই বালুর সরকারি মূল্য ধরা হয় ৩ লাখ ৫৫ হাজার ৭২৫ টাকা। সর্বোচ্চ ১১ লাখ ৬০ হাজার টাকায় ওই বালু নিলামে নেন শ্রীমঙ্গলের মো. সেলিম মিয়া। দুপুর দেড়টায় হাজীপুর ইউনিয়নের হরিচক এলাকায় ১ কোটি ২৯ লক্ষ ৮৬ হাজার ৯৩২ ঘনফুট বালু নিলাম করা হয়। ওই বালুর সরকারি মূল্য ধরা হয় ৫ কোটি ৮৪ লক্ষ ৪১ হাজার ১৯৪ টাকা। সর্বোচ্চ ৮ কোটি টাকা দিয়ে ওই বালু নিলামে নেন সুনামগঞ্জের সৌরভ রায়। দ্বিতীয় সর্বোচ্চ নিলামকারী হন দীপক দে। দুপুর আড়াইটায় হাজীপুর ইউনিয়নের সাধনপুর এলাকায় ৩ লক্ষ ৬১ হাজার ৫৩০ ঘনফুট বালু নিলাম দেয়া হয়। ওই বালুর সরকারি মূল্য ধরা হয় ১৬ লক্ষ ২৬ হাজার ৮৮৫ টাকা। সর্বোচ্চ ৭১ লক্ষ টাকা দিয়ে ওই বালু নিলামে নেন পৃথিমপাশার দীপক দে।
নিলাম কার্য বাস্তবায়নের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বালু নিলাম কমিটির আহবায়ক মো. মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম, উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আল-আমিন সরকার ও জসিম উদ্দিন, হাজীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর আহমদ চৌধুরী বুলবুল প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, অনেক সুশৃঙ্খল ও শান্ত পরিবেশে কুলাউড়ার চারটি স্থানে প্রকাশ্য বালুর নিলাম কার্য সম্পন্ন করা হয়। আইনি জটিলতা নিরসন করে ওই বালু নিলামের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। প্রকাশ্য নিলামে প্রায় শতাধিক নিলামকারী ব্যক্তি/প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সার্বিক সহযোগিতায় ছিল। তিনি আরো বলেন, চারটি স্থানে ২ কোটি ৯৬ লক্ষ ৪১ হাজার ১৯২ ঘনফুট বালুর সরকারি ভিত্তিমূল্য ধরা হয় ১৩ কোটি ৩৩ লাখ ৮৫ হাজার ৩৬৪ টাকা। প্রকাশ্য নিলামে সেটি ১৬ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকায় নিলাম হয়। এতে সরকারের কোষাগারে মোটা অংকের রাজস্ব জমা হবে।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত