স্টাফ রিপোর্টার :মৌলভীবাজারে আনন্দ উচ্ছাসে বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।সোমবার (১ লা সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরে বিশাল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিকেল তিনটা থেকে মৌলভীবাজার গভর্মেন্ট স্কুল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জেলা সদরের ও বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি মহিলা দল,যুবদল,কৃষকদল,মৎস্য জীবী দল,শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল সহকারে জড়ো হন । বিশেষ করে মৌলভীবাজার পৌর বিএনপি ও জেলা মহিলা দলের নেতাকর্মীরা বাদ্যযন্ত্র সহকারে দলীয় সঙ্গীতের মাধ্যমে বড় ধরনের শোডাউন দেয়। মহিলা দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও এম সাইফুর রহমানের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন সাজিয়ে সকলের নজর কাড়ে।
জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের নেতৃত্বে বিশাল এ শোভাযাত্রাটি চৌমুহনী হয়ে এম সাইফুর সড়কের পশ্চিম বাজার গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলন থেকে জন্ম নিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিলেন। বিএনপি আজও জাতীয়তাবাদ, গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল।
তিনি বলেন- বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল। বলতে গেলে এশিয়ার মধ্যে একটি বৃহৎ রাজনৈতিক দল। এদলের নেতৃত্ব দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যে কোন সময় ডাক দিলে সবাই ঝাপিয়ে পড়বেন।
ময়ূন বলেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল—যে দল বারবার দেশের মানুষের ভোট ও অধিকার রক্ষার জন্য আন্দোলন করেছে।
সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, “বিএনপির ৪৭ বছরের ইতিহাস সংগ্রাম ও ত্যাগের ইতিহাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এই দল গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। আজ গণতন্ত্রের মুক্তি, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে বিএনপি নেতৃত্ব দিচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে শক্তিশালী করা হচ্ছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি আজ ঐক্যবদ্ধ। জনগণের রায়ের মাধ্যমে আবারও গণতন্ত্র বিজয়ী হবে।”
এছাড়া বক্তব্য দেন -জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান,বকসি মিসবাহ উর রহমান,মো. ফখরুল ইসলাম, জেলাবিএন পির সাবেক সহ সভাপতি ফয়সল আহমদ,জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রসিক,জেলা কৃষক দলের আহবায়ক শামীম আহমদ,জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত। এসময় উপস্থিত ছিলেন - জেলা বিএনপি সিনিয়র সদস্য এডভোকেট সুনীল কুমার দাশ,মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য মুজিবুর রহমান মজনু,জেলা বিএনপির সদস্য স্বাগত কিশোর দাশ চৌধুরী,মুহিতুর রহমান হেলাল,আবুল কালাম বেলাল,মাহবুব ইজদানী ইমরান,মনোয়ার আহমদ রহমান,শ্যামলী সূত্র ধর,জেলা বিএনপির সদস্য ও বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা,মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ,পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমশাদ আহমদ,সিনিয়র যুগ্ম আহবায়ক সরওয়ার মজুমদার ইমন, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মো.মুছা মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান,মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমদসহ বিভিন্ন উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত