চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার আশপাশের এলাকায় আহলে সুন্নত ওয়াল জামাত সমর্থক ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশনে জুলুসের র্যালি হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়ে ফটিকছড়ি যাওয়ার পথে মাদ্রাসার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজনা একসময় সংঘর্ষে রূপ নেয়। এতে কমপক্ষে ২০০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৩০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। রাতেও সংঘর্ষ চলছিলো।
জানা গেছে, এই ঘটনায় ১৭০ শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া স্থানীয়দের মধ্যে ২০-৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এক পর্যায়ে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। বর্তমানে চট্টগ্রাম-হাটহাজারী-খাগড়াছড়ির সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
এই বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, মসজিদ ও মাদ্রাসা অবমাননার অভিযোগে অভিযুক্ত আরিয়ান ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে হাটহাজারীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি তৃতীয় পক্ষকে সুযোগ না দিয়ে সবাইকে শান্ত থাকতে বলেছেন।