কমলগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেক মনোনয়ন প্রত্যাশীরা মাঠে নেমেছেন। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান কেন্দ্রীয় যুবদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য, যুক্তরাষ্ট্র প্রবাসী তোফায়েল লিটন চৌধুরী।তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের বাসিন্দা।
জানা যায় তিনি দীর্ঘদিন যাবত যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন। গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে স্থানীয় একটি রেষ্টুরেন্টে কমলগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে ভার্চ্যুয়ালি এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
ভার্চ্যুয়ালি বক্তব্যে কমলগঞ্জের শমশেরনগরের সন্তান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্র প্রবাসী তোফায়েল লিটন চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শেও একজন কর্মী হিসেবে নিজের যোগ্যতায় তৃনমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিভিন্ন পদে আসীন ছিলেন। তিনি কেন্দ্রীয় যুবদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন ।
মতবিনিময় সভায় তোফায়েল লিটন চৌধুরী জানান, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দলের দুঃসময়ে পাশে থেকে নেতা-কর্মীদের খোঁজ খবর নিয়েছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিরবে দলের নেতাকর্মীদের সহযোগিতা করেছি। যুক্তরাষ্ট্রে বসবাস করলেও প্রায়ই নির্বাচনী এলাকার বিভিন্ন সভা-সেমিনারে দলের নেতা-কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে আসছি।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী লিটন জানান, গত ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকে রাষ্ট্রের সকল স্তরে দুর্নীতি ও লুটপাট করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ হওয়ায় রাজনীতির স্রোতধারা এখন নির্বাচনী মাঠে প্রবাহিত হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত দেশ সংস্কারের ৩১ দফার বাস্তবায়ন করতে হলে সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। তিনি জানান, দীর্ঘদিন ধরে শহীদ জিয়ার হাতে গড়া বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও কখনো নির্বাচনে প্রার্থী হতে চাননি। এবার তৃণমূল নেতা-কর্মীদের অনুরোধে ধানের শীষ প্রতীকে লড়াই করতে চান। তিনি আরো বলেন, যেহেতু বিএনপি একটি বড় সংগঠন। তাই এখানে যোগ্য নেতার অভাব নাই। তবে দল যাকেই সমর্থন করবে সবাই তার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিজয় নিশ্চিত করতে হবে।
তোফায়েল লিটন চৌধুরী জানান, শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়ন ও মানুষের জন্য আজীবন কাজ করে যাবেন। বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে ঐতিহ্যবাহী দুই উপজেলাকে মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভা শেষে তোফায়েল লিটন চৌধুরীর পক্ষ থেকে উপস্থিত সকল সাংবাদিকদের নৈশ্যভোজ করানো হয়।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত