আতিকুর রহমান আখই
বাংলাদেশ রেলওয়ে সিলেট টু ঢাকা ও সিলেট টু কক্সবাজার রেলপথে নতুন দুটি ট্রেন চালু, রেলওয়ের সিলেট আখাউড়া লাইন সংস্কার, সিলেট থেকে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেন সমুহ আজিমপুরের পর যাএা বিরতি বাতিল,চলমান আন্তঃনগর ট্রেন সমুহে অতিরিক্ত বগি সংযোগ, আসন সংখ্যা বৃদ্ধি, সিলেট বিভাগের বন্ধ সকল রেলওয়ে ষ্টেশন চালু,যাএী হয়রানি ও টিকেট কালোবাজারি বন্ধ এবং রেলওয়ের সকল অনিয়ম দুর্নীতি বন্ধ সহ বৃহত্তর সিলেটবাসীর প্রানের দাবী চলমান ৮ দফা বাস্তবায়নের আন্দোলন দিন দিন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করছে। মতবিনিময়, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, রেল মন্ত্রণালয়, রেলওয়ের বিভিন্ন দপ্তর সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি প্রদান সহ ধারাবাহিক আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত দৃশ্যমান কোন অগ্রগতি না হওয়ায় ক্ষোভে ফুঁসছে বৃহত্তর সিলেটের মানুষ। ইতিমধ্যে সিলেট, কুলাউড়া, শ্রীমঙ্গল, ভাটেরা ও টিলাগাও সহ সিলেট বিভাগের বিভিন্ন ষ্টেশনে মানববন্ধন সহ বিভিন্ন ধারাবাহিক কর্মসূচি পালিত হয়েছে।
উপরোক্ত কর্মসূচি সমূহে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকসহ সকল শ্রেনী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আন্দোলনকারীরা অবিলম্বে দাবি বাস্তবায়িত না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন। সিলেটবাসীর বৃহত্তর স্বার্থে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে গড়ে ওঠা এই আন্দোলন দিন দিন প্রকট আকার ধারণ করছে। বিভিন্ন পর্যায়ে লোকদের সাথে কথা বলে জানা যায়, ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষ যেভাবে দিন দিন ঐক্যবদ্ধ হচ্ছে তাতে শীঘ্রই দাবি বাস্তবায়ন না হলে আসতে পারে ট্রেন অবরোধ সহ কঠিন কর্মসূচি। জনগণ যেভাবে ফুসে উঠছে অতি শীঘ্রই দাবি বাস্তবায়ন না করলে ঘটতে পারে জনবিস্ফোরণ। তাই, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে যাওয়ার আগেই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবী সচেতন জনসাধারণের।