কুলাউড়া প্রতিনিধি :কুলাউড়া উপজেলার ৬ নং কাদিপুর ইউনিয়ন পরিষদের ৪ বারের সাবেক নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিম উদ্দিন আর নেই। শুক্রবার ১২ সেপ্টেম্বর ভোরে ইউনিয়নের হোসেনপুর গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।
তিনি দীর্ঘদিন কুলাউড়া উপজেলার রাজনৈতিক ক্রীড়া সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় ও পরিবহন সেক্টরে অঙ্গনে সক্রিয় থেকে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। মুক্তিযোদ্ধা হিসেবে দেশ স্বাধীন করার লড়াইয়ে তাঁর অবদান ছিল অনস্বীকার্য।
তাঁর মৃত্যুতে কুলাউড়ায় শোকের ছায়া নেমে এসেছে। কুলাউড়ার সাবেক এমপি নবাব আলী আব্বাস খান, সাবেক এমপি এম এম শাহীন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ জনাব মুকিম উদ্দিন আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।