হাজীপুর প্রতিনিধি :মনু নদীর তীর ঘেষে ছোট্ট হরিচক গ্রাম। নাগরিক সংখ্যার দিক থেকে হাজীপুর ইউনিয়নের ক্ষুদ্র কয়েকটি গ্রামের একটি। নেই কোনো পাঁকাসড়ক।এমন এক ছোট্ট গ্রামের ‘নাগের বাড়ি’ পুরো ইউনিয়নের স্বনামধন্য কয়েকটি বাড়ির একটি। যে বাড়িতে জন্ম প্রসেনজিৎ নাগের। বাবা অবসরপ্রাপ্ত উপ সহকারী কৃষি কর্মকর্তা প্রজেস নাগ। মা অনিতা নাগ গৃহিণী । দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি কনিষ্ঠ।
বড় ভাই প্রখর নাগ কটারকোনা বাজারের ‘নাগ ফার্মেসী ‘র সত্ত্বাধিকারী। একমাত্র বোন প্রাইমারী স্কুলের শিক্ষক।
ছোট্ট গ্রামের এই মেধাবী ছেলে ডা. প্রসেনজিৎ নাগ ৪৮ তম বিশেষ বিসিএস স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী সার্জন হিসেবে নিয়োগ পেলেন।
প্রসেনজিৎ নাগের পড়াশোনায় হাতেখড়ি হরিচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।মাধ্যমিক শিক্ষা শতাব্দীর প্রাচীন নয়াবাজার কে সি উচ্চ বিদ্যালয়ে।পরবর্তীতে শমসেরনগর বি এফ শাহীন কলেজ থে উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জন করে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। শিক্ষা জীবনের প্রতিটি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে উত্তীর্ণ হন।
তিনি বর্তমানে জেনারেল বি সি এস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।
নিজেদের সন্তান ডা. প্রসেনজিৎ নাগের এই সাফল্যে খুশী তার মা বাবাসহ এলাকাবাসী।
পাশাপাশি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে সকলের আর্শিবাদ ও দোয়া প্রত্যাশী ডা. প্রসেনজিৎ নাগ ।
হাজীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা সাবেক চেয়ারম্যান ও মৌলভীবাজার নিউজ সম্পাদক সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু নিজ ওয়ার্ডের মেধাবী সন্তান ডা. প্রসেনজিৎ নাগের আরও সাফল্য কামনা করেন।।