কুলাউড়া প্রতিনিধি :বহুল কাঙ্ক্ষিত সম্মেলন ও কাউন্সিল ঘিরে উচ্ছ্বসিত কুলাউড়া উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা। শনিবার কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। দু’টি অধিবেশন ঘিরে ব্যাপক প্রস্তুতি ও সাজসজ্জা করা হয়েছে। ব্যানার, ফেস্টুন ও তোরণে সজ্জিত করা হয়েছে অনুষ্ঠানস্থলসহ শহর এলাকা।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রধান বক্তা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এবং বিশেষ অতিথি হিসেবে সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ জেলা নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।
এদিকে, ৫ পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ১৭ জন প্রার্থী কাউন্সিলরদের কাছে ভোট প্রার্থনা করছেন। তৃণমূলের নেতাকর্মীদের ভোট উৎসবে সম্পৃক্ত হওয়া ও তাদের প্রত্যক্ষ ভোটে দলীয় সভাপতি, সম্পাদকসহ ৫ পদে যোগ্য নেতৃত্ব বাছাইকে ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বিএনপি অনুসারীদের মধ্যে।<span;>হাট-বাজারে চায়ের আড্ডায় কাউন্সিলের উত্তাপ বইছে। সবমিলিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কুলাউড়া উপজেলা বিএনপি’র কাউন্সিল।
সভাপতি পদে সাবেক দুই সভাপতি মুখোমুখি হচ্ছেন। দুইবারের সাবেক সভাপতি আলহাজ শওকতুল ইসলাম শকু, সাবেক সভাপতি ও কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর আলহাজ জয়নাল আবেদীন বাচ্চু। সিনিয়র সহ-সভাপতি পদে চারজন লড়ছেন।
তারা হলেন- বিএনপি নেতা ও ভূকশিমইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান মনির, বিএনপি নেতা ও রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, বিএনপি নেতা জয়নুল ইসলাম জুনেদ।
সাধারণ সম্পাদক পদে ৩ প্রার্থী হলেন- সাবেক সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সুফিয়ান আহমদ, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী। সিনিয়র যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ৩ জন প্রার্থী। তন্মধ্যে জয়চন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা কমর উদ্দিন আহমদ কমরু, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মইনুল হক বকুল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সারোয়ার আলম বেলাল। সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম ইমন, ব্রাহ্মণবাজার বিএনপি নেতা মহিউদ্দিন স্বপন, ভাটেরা বিএনপি নেতা সিপার আহমেদ।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এডভোকেট আবেদ রাজা, নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্যবিশিষ্ট কমিটিতে উপজেলা বিএনপি’র আহ্বায়ক রেদোয়ান খান প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন।
মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, এবারের কাউন্সিলে কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়নের ৯২৩ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যারা বলে দলের মধ্যে গণতন্ত্র নেই- তাদের প্রতি আহ্বান কুলাউড়ার কাউন্সিল দেখে উজ্জীবিত হতে পারেন। এই প্রক্রিয়ায় নেতা নির্বাচন দলের জন্য অত্যন্ত ইতিবাচক। নেতাকর্মীসহ বিএনপি’র সমর্থকরা উচ্ছ্বসিত।