নিউজ ডেস্ক :বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার আওতাধীন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মৌলভীবাজার পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক এডভোকেট সুনীল কুমার দাশ ও সদস্য সচিব এডভোকেট গোবিন্দ মোহন পাল।
ইঞ্জিঃ অরুন কুমার ভট্রাচার্য্য কে আহ্বায়ক ও দ্বীপক সরকার (পাপন) কে সদস্য সচিব করে ৩৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেনঃ- সিনিয়র যুগ্ন আহবায়ক শ্রী চন্দন রায়, যুগ্ন আহবায়ক শ্রী নকুল চন্দ্র পাল,যুগ্ন আহবায়ক শ্রী অলক পাল,যুগ্ন আহবায়ক শ্রী রঞ্জন পাল রঞ্জু, যুগ্ন আহবায়ক শ্রী সজল দাশ।
সদস্যরা হলেন শ্রী সজিব দাশ বাপ্পা, শ্রী ননী গোপাল চক্রবর্তী,শ্রী নেপাল পাল,শ্রী রান্টু পাল, শ্রী লিটন পাল, শ্রী পণয় পাল, শ্রী রাজদ্বীপ রায়, শ্রী অসিম দেব, শ্রী অর্নব আর্চায্য (তুলিপ), শ্রী বাপ্পন কান্তি পাল, শ্রী রতন বাসপর, শ্রী দিগন্ত ভট্রাচার্য্য, শ্রী রাজীব রায়, শ্রী পাপন পাল, শ্রী কেশব ধর, শ্রী কানন ধর, শ্রী গোবিন্দ সরকার,শ্রী রূপক পাল, শ্রী স্বাগত দাশ (তূর্য), শ্রী অঙ্কন কপালী (আবির), শ্রী অনিন্দ্র রায় (অর্জুন) শ্রী অর্ক পাল, শ্র গোবিন্দ কুমার দাশ, শ্রী অসীম চৌধুরী, শ্রী সমীরন দাশ, শ্রী অরবিন্দ রায়, হরিদাশ ভট্রাচার্য।