শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জইনকা ছড়ার সরকারি ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বাদ জুমা মৌলভীবাজার সড়কের ৫ নম্বর ব্রিজের পাশে উত্তর ভাড়াউড়া এলাকার লোকজন এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘ ২০-২৫ বছর ছড়াটিতে কোনো সরকারি ইজারা ছিল না। তবে গত দুই বছর ধরে ইজারা দেওয়ার ফলে বালু উত্তোলন শুরু হয়। এর কারণে রাস্তা ও গাইডওয়াল ভেঙে পড়েছে। শ্রীমঙ্গল-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ৫ নম্বর ব্রিজের নিচ থেকে বালু তোলার ফলে সরকারি স্থাপনাটিও এখন হুমকির মুখে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ছড়ার পাশেই রয়েছে মসজিদ ও বহু মানুষের বসতবাড়ি। ফলে এখান থেকে বালু উত্তোলন বন্ধ করা জরুরি। ইতিমধ্যে তারা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে লিখিতভাবে আবেদন করেছেন যেন ভবিষ্যতে এ ছড়ার কোনো সরকারি ইজারা দেওয়া না হয়।
ভাড়াউড়া এলাকার প্রবীণ মুরুব্বি ও সাবেক পৌর কাউন্সিলর সাঈদ মিয়া বলেন, “ইজারার ফলে বালু তোলা শুরু হওয়ায় রাস্তা ও গাইডওয়াল ভেঙে যাচ্ছে। ব্রিজ ও মসজিদও ঝুঁকির মুখে রয়েছে। আমরা খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসকের কাছে অনুরোধ করছি অবিলম্বে এ ছড়ার ইজারা বাতিলের।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশা লোকজন উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, “মানববন্ধনের বিষয়ে আমরা অবগত হয়েছি। ইতিমধ্যে এসি ল্যান্ড ও সার্ভেয়ারকে সরজমিন পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে এবং মূল্যায়ন প্রতিবেদন চাওয়া হয়েছে।