কুলাউড়া প্রতিনিধি :
কুলাউড়ায় নিজের সিএনজিসহ চালক রশিদ মিয়া(২২) নিখোঁজ হয়েছেন। গতকাল রবিবার বিকাল ৪টার পর সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি, যা নিয়ে পরিবার-পরিজনের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।
রশিদ মিয়া কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা মাওলানা আবুল হোসেনের ছেলে।
কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা সংবাদটি পেয়েছি। এখন আমাদের একটা টিম ঘটনাস্থলে যাচ্ছে।