সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেবনাথ সম্প্রদায়ের শ্মশানঘাটে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির অজগর সাপ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেটি রোডসংলগ্ন ওই শ্মশান প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলাকালে শ্রমিকরা ঝোপঝাড়ের ভেতর নড়াচড়া লক্ষ্য করেন। কাছে গিয়ে তারা দেখতে পান প্রায় ২৫ কেজি ওজনের ও ১৪ ফুট লম্বা বিশাল অজগরটি।
অজগরটির উপস্থিতি টের পেয়ে শ্রমিকরা আতঙ্কিত হয়ে দ্রুত সরে যান। পরে স্থানীয়রা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটির অবস্থান নিশ্চিত করেন।
স্বপন দেব সজল জানান, অজগরটির ওজন প্রায় ২৫ কেজি উপরে এবং লম্বায় ১৪ ফুটের বেশী। পরে এটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। তিনি আরো জানান, আজ তিনি ২টি অজগর ও ১টি গন্ধুগোলক উদ্ধার করে বনবিভাগের কাছে হস্থান্তর করেছেন।
তার দাবি, বনভূমি উজাড় হওয়া ও খাদ্য সংকটের কারণে এ ধরনের বন্যপ্রাণী মাঝেমধ্যেই মানুষের বসত এলাকায় চলে আসছে।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত