1. bachchu.syl@gmail.com : মৌলভীবাজার নিউজ : মৌলভীবাজার নিউজ
  2. info@www.dailymoulvibazarnews.com : মৌলভীবাজার নিউজ :
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের নজরকাড়া কৃতিত্ব এভারগ্রীণ হাজীপুর এর উদ্যোগ মাদক বিরোধী ক্যাম্পেইন -২০২৫ সম্পন্ন বন্ধন সোসাইটি হাজীপুরের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন কুলাউড়ায় ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ :১৫ দিনের সময় নিলো রেল কর্তৃপক্ষ শ্রীমঙ্গলে শ্মশানঘাটে ১৪ ফুট লম্বা অজগর কুলাউড়ায় ২শ ১৫ টি মান্ডবে নির্বিঘ্নে পূজা উদযাপনে উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ কুলাউড়া সিএনজি অটোরিকশাসহ চালক নিখোঁজ সাবেক এমপি নাসের রহমানের সঙ্গে কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশে ৭ দিনের ব্যবদানে আবার মৃদু ভূমিকম্প কুলাউড়ার সাবেক এমপি নবাব আলী আব্বাস খানের ৭ দিনের আল্টিমেটাম : ৮ দফা দাবি না মানলে ২৭ সেপ্টেম্বর রেলপথ অবরোধ

হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের নজরকাড়া কৃতিত্ব

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

সাইফুল আলম ছয়ফুল  হাজীপুর ( কুলাউড়া) থেকে   :  চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এবার প্রায় সকল শিক্ষাবোর্ডে পাশের হার ও জিপিএ- ৫ কমেছে। সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসিতে মৌলভীবাজার জেলার ৫২টি কলেজের মধ্যে গড় পাশের হারে ২য় স্থানে রয়েছে পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ এবং কুলাউড়া উপজেলায় ১৫ টি প্রতিষ্ঠানের মধ্যে গড় পাশের হারে শীর্ষে রয়েছে নবপ্রতিষ্ঠিত পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ। প্রথমবারের মতো (কলেজের নামে) পরীক্ষায় অংশ নিয়ে এই প্রতিষ্ঠানটি চমক দেখিয়েছে। গড় পাশের হার ৮৫.৭১ শতাংশ। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা মিলিয়ে ২৮ জন পরীক্ষায় অংশ নেয়। ব্যবসায় শিক্ষা শাখায় শতভাগ পাশসহ মোট ২৪ জন পরীক্ষার্থী চুড়ান্তভাবে কৃতকার্য হয়েছে।কলেজের এই ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কলেজ নির্বাহী কমিটির সংশ্লিষ্টরাসহ এলাকাবাসী।

প্রসঙ্গত এবার সিলেট বোর্ডে পাশের হার মাত্র ৫১.৮৫ শতাংশ। সেই দিক থেকে নব প্রতিষ্ঠিত একটি কলেজের প্রথম ব্যাচের ফলাফলে অভিভূত সংশ্লিষ্টরা। কলেজের অধ্যক্ষ মোঃ হানিফ বলেন, এই ফলাফল সম্মিলিত প্রচেষ্টার ফসল। কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল আহাদ, নির্বাহী কমিটির সভাপতি মেজর অবঃ নুরুল মান্নান চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলেই যথাযথ পরামর্শ ও আন্তরিক সহযোগিতা করেছেন। শিক্ষক – শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টা এবং শ্রমের বিনিময়ে অর্জিত এই ভালো ফলাফল কলেজের ভবিষ্যতের পথ সুগম করবে।

কলেজের নির্বাহী কমিটির সদস্য মো: ছয়ফুল ইসলাম সাইফুল জানান- শিক্ষাদীক্ষায় পিছিয়ে পড়া কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের হাজীপুর, শরীফপুর ও টিলাগাও ইউনিয়নে কোন সতন্ত্র কলেজ না থাকায় স্থানীয় বাসিন্দা নিউইয়র্ক প্রবাসী মোহাম্মদ আব্দুল আহাদ ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত করেন পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ।
শুরু থেকে মনু মডেল কলেজের অধীনে টানা ৩ বছর ভালো ফলাফল বয়ে আনে প্রতিষ্ঠানটি। প্রথম বছর থেকে অদ্যাবদী ব্যবসায় শিক্ষা শাখায় শতভাগ পাশসহ সার্বিক ফলাফল প্রতিবারই প্রত্যাশিত হয়েছে। গত বছরের ফলাফলেও ব্যবসায় শিক্ষা শাখায় ৩ জন জিপিএ -৫ লাভ করেছিলো।

কলেজ নির্বাহী কমিটির সভাপতি মেজর অবঃ নুরুল মান্নান চৌধুরী বলেন, এই সাফল্য একা কারোর নয়, সমগ্র অঞ্চলের। উত্তীর্ণদের প্রতি অভিবাদন। দৃঢ় আশাবাদী পিছিয়ে পড়া জনপদকে আলোকিত করতে কলেজটি আগামী দিনেও অগ্রণী ভূমিকায় থাকবে।

কলেজের প্রতিষ্ঠাতা নিউইয়র্ক প্রবাসী মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, এই সাফল্য সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতার বিনিময়ে অর্জিত হয়েছে। শিক্ষক – শিক্ষিকা, নির্বাহী কমিটি, এলাকাবাসীসহ যারা কলেজের অগ্রযাত্রায় নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট