1. bachchu.syl@gmail.com : মৌলভীবাজার নিউজ : মৌলভীবাজার নিউজ
  2. info@www.dailymoulvibazarnews.com : মৌলভীবাজার নিউজ :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
বন্ধন সোসাইটি হাজীপুরের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন কুলাউড়ায় ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ :১৫ দিনের সময় নিলো রেল কর্তৃপক্ষ শ্রীমঙ্গলে শ্মশানঘাটে ১৪ ফুট লম্বা অজগর কুলাউড়ায় ২শ ১৫ টি মান্ডবে নির্বিঘ্নে পূজা উদযাপনে উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ কুলাউড়া সিএনজি অটোরিকশাসহ চালক নিখোঁজ সাবেক এমপি নাসের রহমানের সঙ্গে কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশে ৭ দিনের ব্যবদানে আবার মৃদু ভূমিকম্প কুলাউড়ার সাবেক এমপি নবাব আলী আব্বাস খানের ৭ দিনের আল্টিমেটাম : ৮ দফা দাবি না মানলে ২৭ সেপ্টেম্বর রেলপথ অবরোধ মৌলভীবাজার পৌর বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন অলিউর সভাপতি মনোয়ার সম্পাদক নির্বাচিত মৌলভীবাজারের শ্রেষ্ঠ গুণী শিক্ষক কুলাউড়ার হালেমা আক্তার 

মৌলভীবাজার -২( কুলাউড়া) আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী ঘোষণা

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৪১১ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের-২( কুলাউড়া) আসনে জমিয়তের প্রার্থী শরীফপুর ইউনিয়নের কৃতি সন্তান মাওলানা শাহ মাশুকুর রশীদ। রবিবার কুলাউড়া উপজেলা সদরে জমিয়তে উলামায়ে ইসলাম কুলাউড়া উপজেলা শাখা আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তাঁকে এই আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। তিনি বর্তমানে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ এর কেন্দ্রীয় সহকারী মহাসচিব। কুলাউড়ায় তাঁর আগমন উপলক্ষ্যে কুলাউড়া উপজেলা জমিয়তের উদ্যোগে এই  মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়। রবিবার (১৫ জুন) কুলাউড়া শহরের একটি অভিজাত রেস্টুরেন্ট হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।
কুলাউড়া  উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আজির উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নেজাম উদ্দীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহ সভাপতি মাওলানা বদরুল ইসলাম। এসময় মাওলানা বদরুল ইসলাম মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে জমিয়তের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে মাওলানা শাহ মাশুকুর রহমানের নাম প্রস্তাব করেন।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপ জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা শাহ মাশুকুর রশীদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত এই কুলাউড়াবাসী। শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা পাচ্ছেন না ঠিকমত। দলবদলের রাজনীতিতে বারবার যারা এমপি হোন তারা শুধু দল বা জোটের সাথে নয়, কুলাউড়াবাসীর অধিকার নিয়ে ছলনা করেছেন। প্রতি বছরেই বন্যা সমস্যা ও শ্রমিকের ন্যায্য অধিকার নিয়ে কথা বলার যেন কেউ নাই। কুলাউড়াবাসীর উন্নয়ন ও দুঃখ নিরসনে সৎ ও আমানতদার প্রার্থী নির্বাচনের বিকল্প নেই। আমার প্রিয় দল জমিয়ত যদি আমাকে মনোনীত করে এবং কুলাউড়াবাসী আমাকে নির্বাচিত করে তবে আমার সর্বোচ্চটুকু দিয়ে কুলাউড়াবাসীর কল্যাণে কাজ করে যাবো।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জমিয়তের সাবেক সহ সভাপতি মাওলানা আব্দুল আজিজ। এছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জমিয়তের বিভিন্ন নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট